আমার একুশ আমার অহংকার।
একুশ আমাদের অনেক পাওয়ার একটি দিন। একুশের চেতনাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বুদ্ধ করেছে।
বাংলা ভাষাকে নিয়ে গেছে বিশ্ব দরবারে। গোটা বিশ্ব আজ গর্বের সঙ্গে স্মরণ করে সালাম, রফিক,বরকত, জব্বার সহ সকল ভাষা শহীদের আত্মত্যাগকে।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় বিশ্বের প্রতিটি দেশে। উগান্ডার একটি শিশু একুশে ফেব্রুয়ারিতে বাংলাদেশকে মনে করে। তাই ভাষা আন্দোলনের পুরোটাই আমাদের অর্জনের।
ভাষা আন্দোলন প্রেরণা যুগিয়েছে এদেশের মানুষের রাজনৈতিক, সংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথকে। ১৯৫৪ সালে যুক্তফ্রণ্ট গঠন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে এদেশের মানুষের বিজয় এবং ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম একুশের চেতনারই ফল।
একুশের চেতনা আমাদের শিখিয়েছে কি ভাবে ধর্ম-বর্ণ জাতি গোত্র নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ রেখে চলতে হয়, কিভাবে একসাথে লড়াই করতে হয়। ভাষা আন্দোলনের বাংলার তরুন ছাত্রসমাজের যে উদ্ভব ঘটেছিল বর্তমানে সেই ছাত্র রাজনীতি আজ দেশের এক বলিষ্ঠ কন্ঠস্বর।
একুশ আমাদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় কি ভাবে অধিকার আদায় করতে হয়।কি ভাবে বিপদের সময় দেশের পাশে দাঁড়াতে হয়।
আমরা আমাদের সোনার বাংলাটাকে বিশ্বের দরবারে এক উঁচু আসনে প্রতিষ্ঠিত করতে চাই।আমরা পারবোই কারণ আমাদের চেতনায় অমর একুশ আছে, আমাদের রক্তে মুক্তিযুদ্ধ আছে। ।তাইতো ভাষার মাসে দ্বীপ্ত কন্ঠে বলতে হয়,
“একুশ মানে চেতনা আমার, মায়ের ভাষায় কথা বলার
একুশ মানে ফিরে পাওয়া, আমার সকল অধিকার ”
No comments:
Post a Comment