Tuesday, 14 February 2017

সমবায় কি?


সমবায়

সমবায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান,
যেটি একদল সদস্য তাদের সম্মিলিত কল্যাণের জন্য পরিচালনা করেন।

[১] আন্তজাতিক সমবায় মৈত্রী
(International Co-operative Alliance)
তাদের সমবায় পরিচিতি নির্দেশিকাতে সমবায়ের সংজ্ঞা দিয়েছে,
এই ভাবে যে, সমবায় হল সমমনা মানুষের স্বেচ্ছাসেবামূলক একটি স্বশাসিত সংগঠন যা নিজেদের অর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে এবং এ লক্ষে অংশীদারিত্ব ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত ব্যবসা পরিচালনা করে।

[২] একটি সমবায় প্রতিষ্ঠান এমনও হতে পারে,
যেখানে ব্যবসাটি এর সুবিধাভোগী সকলে সমভাবে নিয়ন্ত্রণ করে,
অথবা তারাই এই প্রতিষ্ঠানে কাজ করে।
সমবায় ভিত্তিক ব্যবসা নিয়ে শিক্ষার যে ধারায় পড়ানো হয় তা 'সমবায় অর্থনীতি' নামে পরিচিত।

ইতিহাস সম্পাদনা

সমবায় সমিতির ইতিহাস প্রায় মানবসভ্যতার ইতিহাসের ন্যায় প্রাচীন। বর্তমানের সমবায় সমিতির সাংঠনিক রূপ প্রতিষ্ঠিত হয় ইউরোপের শিল্পবিপ্লবের কিছু পূর্বেই।
১৭৬১ সালে সর্বপ্রথম ফেনউইক উইভারস সোসাইটি গঠন করা হয়,
স্থানীয় তাঁতীদের ঋণসুবিধা, শিক্ষা ও অভিবাসন সুবিধা দেবার জন্য। পরবর্তীতে শুধু ইংল্যান্ডেই এক হাজারের অধিক সমবায় প্রতিষ্ঠান কর্মকান্ড শুরু করে।

সমবায় মূলনীতি

সমবায় সংগঠনগুলো কার্যকর ভাবে ও দক্ষতার সাথে পরিচালনার লক্ষ্যে আন্তজাতিক সমবায় মৈত্রী (International Co-operative Alliance) কর্তৃক সমবায় পরিচিতি নির্দেশিকাতে ৭টি মূলনীতি ঘোষণা করেছে।

[৩][৪]

স্বতঃস্ফূর্ত ও অবাধ সদস্যপদ (Voluntary and open Membership)

সদস্যের গণতান্ত্রিক নিয়ন্ত্রণ (Democratic Member Control)

সদস্যের আর্থিক অংশ গ্রহণ (Member Economic Participation)

স্বায়ত্বশাসন ও স্বাধীনতা (Autonomy and Independence)

শিক্ষা, প্রশিক্ষণ ও তথ্য (Education, Training & Information)

আন্তঃসমবায় সহযোগিতা (Co-operation among Co-operative)

সমাজিক অঙ্গীকার (Concern for Community)

আইনগত ভিত্তি সম্পাদনা

বাংলাদেশ সম্পাদনা
বাংলাদেশের ২০০১ সালে প্রণীত সমবায় আইন/২০০১ (সংশোধিত/২০০২,সংশোধিত/২০১৩)-এর ১৪ ধারা অনুযায়ী[৬] সমবায় সমিতিগুলো স্বতন্ত্র আইনগত ভিত্তি রয়েছে, এবং এটি একটি সংবিধিদ্ধ সংস্থা (Body Coorporate)। এছাড়াও গণপ্রজান্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩-এর (খ)[৭] অনুচ্ছেদে সমবায়কে মালিকানার দ্বিতীয় খাত হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে।[৩]

No comments:

Post a Comment