Friday, 25 November 2016

সভাপতি এর বাণী

বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাহতুল্লাহ ইয়া বারকাতুহ,

সু-প্রিয় টিটির চর প্রবাসী একতা সমিতির সদস্য বৃন্দ,
প্রথমে আমি মহান আল্লাহ পাক রাব্বুল আমিন এর কাছে লাক লাক শুকরিয়া ঞ্জাপন করছি,

যে মহান আল্লাহ আমাকে প্রবাস ভুমিতে থেকে আপনাদের সাথে একত্রিত করেছে,আমরা আজ একে অপরের ভাই হতে পেরেছি, একত্রিত হয়ে একটি সুন্দর শান্তিময় গ্রাম উপহার দেওয়ার প্রত্তায় নিয়েছি, ইনশাল্লাহ আমরা একতা থেকে সফল ভাবে এগিয়ে গিয়ে,

নিজেদের উন্নয়ন এর মাধ্যে শান্তিময় গ্রাম এবং মেঘনার বুকে টিটির চর নামটি কে প্রসংশ্রনীয় গড়ে তুলব,
ইনশাল্লাহ,

আমি সকলের কাছে বিনিত অনুরোধ করছি কেউ কারো প্রতি হিংসা নয়,
বন্ধুত্ব আচরন এবং সর্বদা একতা থাকবেন,
কারো কোন কান কথা বিশ্বাস করবেন না,
কারন আমাদের সমাজে  এক শ্রীণীর লোক আছে,
বানরের মত এক বানর যখন গাছে উঠে অন্য বানর তার লেজে ধরে রাখে,
থাকে উঠতে দিবে না, সে উঠবে।
ঠিক এরকম আপনে যখন কোন ভাল কাজ করবেন,
সে হিংসায় মরিয়া উঠবে,
আপনাকে কি ভাবে  থামানো যায়,
মনে রাখবে সৎ মানুষ কে এগিয়ে নিয়ে যায়,
অসৎ মানুষকে ধংস করে দেয়,
সে যে কোন যায়গায় অসম্মানিত হয়,

আশা করবো সকলে,

একতা  থাকবে এগিয়ে যাবেন,

সততার সাথে উন্নয়ন মুল্যক কাজ করবেন,
মানবতার  সাথে সব সময় সহযোগিতা করবেন,

সকলের সুস্থতা কামনা করে বিদায় নিলাম, ভাল থাকবে,

          আঃমান্নান মিয়া
               সভাপতি
      টিটির চর প্রবাসী একতা সমিতি
          সৌদিয়া আরব প্রবাসী

No comments:

Post a Comment