বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি,
আসসালামু আলাইকুম,
"একতা সততা মানবতা"
"টিটির চর প্রবাসী একতা সমিতি"
পরিচালন বিধিমালা”
(১)নামঃ
“ টিটিরচর প্রবাসী একতা সমিতি"
(সম্পুর্ন্য অরাজনৈতিক)
(২)উদ্দেশ্যঃ
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলঃ সদস্যদের নিকট থেকে মাসিক/বাৎসরিক/এককালীন চাঁদা আদায় এবং পুজিভূত অর্থ লাভজনক খাতে বিনিয়গের মাধ্যমে
সম্পদ ক্রয় প্রধান উদ্দেশ্য,
সুদ মুক্ত ও ইসলামিক শরিয়ায়হ মোতাবেক,
লাভজনক খাতে বিনিয়োগ করা,
যথা:
(ক). সম্পদ ক্রয় করা,
(খ) গবাদি পশু পালন,
(গ)জমি বন্ধক,বাড়ি বা ফ্ল্যাট বন্ধক,
(ঘ) ব্যবসায়ী বিনিয়োগ
(ঙ) কমিটির বিবেচনা ক্ষেত্রে সদস্যদের বিপদে সাহায্য ঋন বিতরণ,
এবং
(চ)গ্রামের গরীব দুস্থতের সহয়াতা করা,
(৩) সদস্য পদ অধিকারঃ
(ক) সদস্যকে অবশ্যই টিটির চর গ্রামের বাসিন্দা হতে হবে।
(খ) সদস্যদের অবশ্যই প্রাপ্ত বয়স্ক (১৮ বৎসরের নিচে নয় ) ও সুস্থ মষ্তিস্ক সম্পন্ন হতে হবে ।
(গ) নির্ধারিত ফরম পূরণ ও ফি প্রদানের মাধ্যমে সদস্যপদ লাভ করবে।
(ঘ) প্রত্যেক সদস্যকে অবশ্যই সমিতির পরিচালন বিধিমালা মেনে চলতে হবে।
(৪) সদস্য পদ বাতিলঃ
(ক) কোন সদস্যের মৃত্যু হলে/স্থায়ীভাবে উন্মাদ হলে ।
(খ) কার্যকমিটি কে অবহিত না করে শেয়ার কোন বর্তমান সদস্য বাহিরের কোন ব্যক্তির নিকট বিক্রি/ হস্তান্তর করলে ।
(গ) একটি শেয়ারের কম মালিকানা অর্থাৎ দুই জন ব্যক্তি মিলে একটি শেয়ার পরিচালনা করলে ।
(৫) সদস্যপদ হতে বহিষ্কারঃ
(ক) পরপর তিন মাস মাসিক চাঁদা প্রদান না হলে।
(খ) সমিতির কোন বিধিমালা লঙ্গন করলে ।
(গ) সমিতির ট্রেড মার্ক বা ব্যানারকে কাজে লাগিয়ে ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করলে ।
(ঘ) সমিতির আচরণ বিধি লঙ্গনসহ পেশি শক্তি ব্যবহার করে নিজ সারথ হাসিলের চেষ্টা করলে।
(ঙ) সমিতির কার্যক্রমকে ব্যহত করলে ।
(৬) নমিনীঃ
প্রত্যেক সদস্যপদ গ্রহনের সময় একজন নমিনীর ছবি,স্থায়ী ও বর্তমান ঠিকানা উল্লেখ করতে হাবে। সদস্যের অবর্তমানে শুধুমাত্র নমিনীকেই সকল পাওনা বুঝিয়ে দেওয়া হবে।
(৭) সদস্য ও শেয়ারের সংখ্যাঃ
সমিতির সবমোট সদস্য সংখ্যা ২৫ দ্বারা সিমাবদ্ধ এবং একজন সদস্য সর্বাধিক ২টি শেয়ার ক্রয় করতে পারবে। সমিতির প্রয়োজনে ভবিষৎতে শেয়ার সংখ্যা বৃদ্ধি করা যাবে,তবে সে ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত আবশ্যক ।
(৮) চাঁদাঃ
(ক) প্রতিটি শেয়ারের বর্তমান মূল্য ২০০০ টাকা । তবে ভবিষৎতে সমিতির প্রয়োজনে সদস্যদের মতামতের ভিত্তিতে চাঁদার পরিমান বৃদ্ধি এবং এককালীন চাঁদা গ্রহন করা যাবে।
(খ) প্রত্যেক সদস্যকে প্রতিমাসে ১০ তারিখের মধ্যে চাঁদা প্রধান করতে হবে ।
(গ) ১০ তারিখের মধ্যে চাঁদা পরিশোধে ব্যর্থ হলে বকেয়া চাঁদার উপর ১০% জরিমানা আরোপিত হবে।চলতি মাস কেউ টাকা জমা দিতে না পারলে পরবর্তী মাসে ২০০টাকা জরিমানা সহ আগের মাসের পুরো টাকা এবং চলতি মাসের টাকা সহ প্রদান করতে হবে।
(৯) ফান্ড ও ব্যাংক একাউন্ট পরিচালনাঃ
(ক) আদায়কৃত চাঁদা সমিতির ব্যাংকে জমা রাখা হবে। সমিতির তিনজন কোষাদক্ষের যৌথ স্বাক্ষরে ব্যাংক একাউন্ট পরিচালিত হবে।
(খ) প্রত্যেক সদস্য প্রতি মাসে চাঁদা প্রদান করে কোষাদক্ষের নিকট থেকে টাকার রশিদ নিজ দ্বায়িত্বে বুঝে নেবে অথবা সমিতির ব্যাংক একাউন্টে সরাসরি জমা দিতে পারবে । সে ক্ষেত্রে ডিপোজিট স্লিপ সমিতির কোষাদক্ষের নিকট না পেশ করা পযন্ত সদস্যর চাঁদা পরিশোধ বলে গণ্য হবে না।
(১০) নির্বাহী কমিটিঃ
(ক) সমিতির ১০ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি থাকবে।
(খ) কার্যকরি কমিটি সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবে।
(গ) কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
(ঘ) প্রতি দুই বছর পর পর কার্যকারি কমিটি, সমিতির বার্ষিক সভায় নির্বাচন করা হবে।
(ঙ) কমিটি গঠনের সময় ফাউন্ডার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
(১১) লাভ/লোকসানঃ
সমিতির লাভ/লোকসান শেয়ারের মূল্যের ভিত্তিতে বন্টিত হবে। তবে লভ্যাংশ বন্টন বা সংরক্ষন কার্যকারি কমিটির সিদ্ধান্তর উপর নিভশীল ।
(১২) সেচ্ছায় সদস্যপদ ত্যাগঃ
সমিতির বিনিয়োগে যাওয়ার পূর্বে কোন সদস্য সেচ্ছায় সদস্যপদ ত্যাগ করলে তার জমাকৃত চাঁদার ২০% প্রাথমিক খরচের অংশ হিসাবে কেটে রাখা হবে। তবে সমিতি লাভজনক অবস্থায় থাকলে কার্যকরি কমিটি বিবেচনার ভিত্তিতে সিদ্ধন্ত গ্রহন করবে।
(১৩) সভা/মিটিং:
(ক) কার্যকরি কমিটি প্রতি ০৩ মাস অন্তর অন্তর বৎসরে অন্তত ০৪টি ত্রৈমাসিক সভা এবং প্রাপ্ত হিসাব বছরে একটি বার্ষিক সাধারন সভা অনলাইনে আহব্বান করবে।
(খ) ত্রৈমাসিক সভার ৭দিন এবং বাষিক সাধারন সভার ১৪ দিন পূর্বে অনলাইন নোটিশের মাধ্যমে সভার সময় স্থান ও আলোচ্যসূচি জানিয়ে দেওয়া হবে।
(গ) ত্রৈমাসিক সভায় কার্যকরি কমিটির অর্ধেক সদস্য উপস্থিত হলে কোরাম পূর্ণ হবে বলে বিবেচিত হবে।
(ঘ) সকল ধরনের সভায় সমিতির সভাপতি পদাধিকার বলে সভাপতিত্ব করবেন।
(ঙ) কার্যকরি কমিটি একদিনের অনলাইন নোটিশে জরুরী সভা আহব্বান করতে পারবে।
(চ) সভায় সংখ্যাগরিষ্ঠের মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে ।
(ছ) শুধুমাত্র পূর্ণ পরিশোধিত সদস্যই সভায় মতামত প্রদান করতে পারবে।
(১৪)কার্যনির্বাহী কমিটির যোগ্যতা:
কার্যকারী পরিষদ সদস্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে।প্রত্যেক সদস্যকে উদ্যমী, উদ্যোগী, ধৈর্যশীল, শান্তিপ্রিয় এবং সৎ চরিত্রের অধিকারী হতে হবে।
(১৫)পারিবারিক ভাবে রাজনৈতিক দলের সাথে জড়িত এমন কেউ কমিটি প্রধান বা কার্য্যকারী সদস্য হতে পারবে না।
(১৬)দায়িত্ব এবং কর্তব্য পালনে বেহাত হলে, কার্য্যকারী কমিটি পরিষদ এবং উপদেষ্টা পরিষদ আলোচনার মাধ্যমে, যে সিদ্ধান্ত নেয় তা মাথা পেতে নিতে হবে,
(১৭)সকল সদস্য কে সমান আগ্রহ অধিকার দিতে হবে, দলাদলি উর্দি থেকে কাজ করতে হবে,
সমিতির সকল সদস্য দের প্রতি সহনীয় সহানুভূতিশীল হতে হবে,
(১৮) সমিতির বিধানবলি সংশোধন/পরিবর্তন বা পরিশোধন করা যাবে, তবে সে ক্ষেত্রে ই.জি.এম E.G.M এর জন্য যথাউপযুক্ত নোটিশ প্রদান করে উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশের মতামত প্রয়োজন হবে।
টিটির চর প্রবাসী একতা সমিতির
সন্মানিত সদস্য বৃন্দদের নাম :-
১/আক্তার হোসেন Md Akter
২/সাইফুল ইসলাম Saiful Islam
৩/গোলাম মোস্তফা Mustafa Khan
৪/মোঃআলম মিয়া Alam All Alam
৫/আলতাফ হোসেন Altaf Hossain
৬/আঃমান্নান মিয়া Manan Mia
৭/মোঃআবুল হোসেন (দুবাই) Abull Hussain Meghna
৮/আঃআবুল হোসেন (সৌদিয়া আরব)
৯/ আকবর আলী ভাই Akbor Hosen
১০/ মোঃবাবুল মিয়া Babul Miah
১১/ মোঃমনির হোসেন Monir Hussain
১২/আক্তার হোসেন (সৌদিয়া আরব)
১৩/ ফায়সাল আহমেদ Faisal Ahmed
১৪/ কামরুল হাসান খোকন Kamrul Hassan Hassan
১৫/আলী আজগর Ali Azgar
১৬/মোঃজয়নাল আবদ্দীন Zaynal Zaynal
১৭/মোঃইলিয়াছ মিয়া(মালোশিয়া) Eliyas Miah
১৮/মোঃ শামিম Md Shamim Hossin
১৯/মোঃনুরুজ্জামান MD Noruz Zaman
২০/আবু কালাম Kalam Miya
২১/মনির হোসেন(দুবাই) Monir Ali
২২/মোঃস্বপন রানা
২৩/আনোয়ার হোসেন Md Anowar
২৪/দিল মোহান্মদ (সাজিব) Shajeeb Ahmed
২৫/মোঃরিপন মিয়া Ripon Miya
উপদেষ্টা কমিটি :-
প্রধান উপদেষ্টা - গোলাম মোস্তফা (সৌদিয়া আরব)
সহকারী উপদেষ্টা- মোঃজয়নাল আবেদীন,(সৌদিয়া আরব)
পরিচালন কমিটি:-
(১) সভাপতি-আঃমান্নান (সৌদিয়া আরব,মোবাইল- 00966534734151)
(২) সহ-সভাপতি-সাইফুল ইসলাম ( সৌদিয়া আরব, মোবাইল:-00966504929253)
(৩) সাধারন সম্পাদক- মোঃ আবুল হোসেন (আরব আমিরাত'. মোবাইল:-00971501914684)
(৪) সহ-সাধারন সম্পাদক- গাজী ফায়সাল আহমেদ (সৌদিয়া আরব,মোবাইল:-00966502037105)
(৫) সাংগঠনিক সম্পাদক- মোঃ আলম মিয়া (সৌদিয়া আরব,মোবাইল:-00966550035755)
(৬) ক্যাশিয়ার -বাবুল মিয়া(সৌদিয়া আরব,মোবাইল:-009665909735755)
(৭) ক্যাশিয়ার -মোঃ আকবর হোসেন(সৌদিয়া আরব,মোবাইল:-00966558089051)
(৮) ক্যাশিয়ার -মোঃ নুরুজ্জামান(সৌদিয়া আরব, মোবাইল:- 00966593631409(ইমু )
(৯) দপ্তর সম্পাদক-ইলিয়াছ মিয়া, (মালোশিয়া, মোবাইল:-00601116953350)
কার্য্যকারী সদস্য :-
কামরুল হাসান খোকন(মালোশিয়া)
আনোয়ার হোসেন,(সৌদিয়া আরব)
আলতাফ হোসেন(সৌদিয়া আরব)
প্রচারে:- টিটির চর প্রবাসী একতা সমিতির সদস্য বৃন্দ.......